পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে আজ (১৮ মে) বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। উপজেলার লতিফপুর এলাকায় সবুজ আন্দোলন কালিয়াকৈর উপজেলার সমন্বয়কারী মোঃ আফসার খাঁন বিপুলের নিজ কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক বিশিষ্ট কলামিস্ট ও বন্যপ্রাণী বিশারদ আলম শাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবুজ আন্দোলন দেশ জন্য কাজ করছে।গাজীপুরে যে পরিমাণ গাছ-পালা, বৃক্ষরাজি থাকার কথা ছিল তা কিন্তু নেই। তাছাড়া গাজীপুরে শিল্প কারখানা থাকার কারনে এখানে বায়ু দূষণ অতিরিক্ত যার ফলে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট জনিত রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। পরিকল্পনামাফিক বনায়ন না করার ফলে সবুজ আর নেই বললেই চলে। সম্প্রসারিত শিল্পায়নের ফলে আগামী প্রজন্ম ঝুঁকির মধ্যে পড়ছে। এ জন্য সবাইকে সচেতন করা এবং পরিবেশ বিপর্যয় রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
স্থানীয় পর্যায়ে বেশ কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। বক্তারা বলেন আমরা সবুজ আন্দোলনের মাধ্যমে অতি দ্রুত জোরদার আন্দোলন গড়ে তুলবো এবং স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে আধুনিক কালিয়াকৈর গড়ে তুলতে কাজ করব। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা সবুজ আন্দোলনের সদস্য রকি মন্ডল, নাহিদ হোসেন, রাব্বি হোসেন (লগিন), নাজমুল ইসলাম, আজিম মন্ডলসহ আরো অনকেই। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন কালিয়াকৈর সবুজ আন্দোলনের সদস্যবৃন্দ। কয়েকদিনের মধ্যে কালিয়াকৈর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।