গাজীপুরের কালিয়াকৈরে বিষ দিয়ে ধানের চারা মারার চেষ্টার ২১দিন পর এবার রোববার (২৭মার্চ) রাঁতের আঁধারে সেই ধান ক্ষেতে ইটের রাস্তা করেছে মাটি ব্যবসায়ীরা। প্রশাসনের উদাসিনতায় মাটি লুটের ধান্দায় ধান ক্ষেত নষ্ট করে রাস্তা করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক।
এলাকাবাসী, কৃষক ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬মার্চ রাঁতের আঁধারে কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় হাজী মো. আলী হোসেনের ধানের চারায় বিষ দেয় মাটি লুটেরা। কিন্তু তার ফসলি জমির পাশে কৃষি জমি এবং বংশাই ও ঘাটাখালী নদীর মিলিত স্থানের আশ-পাশের মাটি লুটের চেষ্টা চালায়। এজন্য বিষ দিয়ে ধানের চারা মেরে রাস্তা বানানোর চেষ্টা করে মাটি ব্যবসায়ীরা। ওই ঘটনার পরের দিন জমির কেয়ারটেকার সাইফুল আলম বাদী হয়ে কালিয়াকৈর থানা ও উপজেলা নিবার্হী কর্মকতার্র কাছে পৃথক দুটি অভিযোগ দেন। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। বিষ দিয়ে ধানের চারা মারার ২১দিন পর এবার গত রোববার রাঁতের আঁধারে সেই ধান ক্ষেতে ইটের রাস্তা করেছে মাটি ব্যবসায়ীরা। এঘটনায় ওইদিন রাঁতেই ওই জমির মালিকের অপর কেয়াটেকার আব্দুল মান্নান বাদী হয়ে সোহেল ও আতিক নামে দুই মাটি ব্যবসায়ীর নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কৃষকের অভিযোগ, প্রশাসনের উদাসিনতায় বিষ দিয়ে ধানের চারা মেরে এবার রাঁতের আঁধারে ধানক্ষেতে ইটের রাস্তা তৈরি করেছে। এটাও পুলিশ ধামাচাপা দেওয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু অভিযোগ দেওয়ার পর প্রশাসন ব্যবস্থা নিলে এভাবে একের পর এক ক্ষতি করতে পারতো না বলেও জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
অভিযুক্ত মাটি ব্যবসায় সোহেল রানা জানান, সেখানে রাস্তা বানানোর বিষয়ে আমাদের নামে থানায় অভিযোগ হয়েছে। তবে ধান ক্ষেত নয় এটা সরকারী রাস্তা বলে তিনি ফোন কেটে দিন।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসাইন জানান, রাঁতের আঁধারে ধান ক্ষেতে রাস্তা তৈরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত জানান, ওই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।