মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি :-
গাজীপুরের কালিয়াকৈরে আবারও পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের বৃদ্ধি দাবিতে কালিয়াকৈর নবীননাগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ সোমবার সকাল ৯টা থেকে উপজেলার আইরিশ নামক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
এদিকে চন্দ্রা নবীনাগর মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে চলাচলের একমাত্র সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, কারখানার শ্রমিকদের যাদের চাকরির বয়স এক বছর হয়েছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি করার ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে যাদের এক বছর পূর্ণ হয়নি সেসব শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি তুলে রোববার সকালে শুরু করে আন্দোলন । সার্ভিস বেনিফিট ও বেতন বৃদ্ধির সার্ভিস বেনিফিটের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
সোমবার সকালে কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে পুনরায় দাবি নিয়ে গেলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। এতে শ্রমিকরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিল্প পুলিশের সদস্যরা।
শিল্প পুলিশের সদস্যরা জানান, আইরিশ নামে এই কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে সড়ক অবরোধ করলে জিরানী বাজার এলাকার কমপক্ষে ১০-১২টি পোশাক তৈরির কারখানা একদিনের ছুটি দেয় কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক বলেন যাদের চাকরির বয়স এক বছর হয়েছে তাদের বেতন বৃদ্ধি হবে আর যাদের চাকরির বয়স ৮ মাস ১০ মাস হয়েছে তাদের হবে না এটা মেনে নেয়া যায় না বেতন বৃদ্ধি সবারই চাই। এদিকে মালিকপক্ষ তা মেনে নিতে পারছে না এজন্যই ফ্যাক্টরের শ্রমিকেরা বেতন বৃদ্ধির আন্দোলন করছে।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।