
মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ গাড়ি চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে মালিকপক্ষ। গত মঙ্গলবার ২৫ মার্চ ভোররাতে কালিয়াকৈর উপজেলার ট্রাক স্টেশন শাহীন স্কুল সংলগ্ন এলাকা থেকে এই দূরদর্শ চুরির সংঘঠিত হয়। গাড়ি চুরি হওয়া মালিকের পরিচয় হলো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার খামার আন্দাররিজার গ্রামের মজিবর রহমানের ছেলে পনিল উদ্দিন (৪০)।
সে স্থানীয় শাহীন স্কুল সংলগ্ন শাহ আলমের বাড়িতে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, পনিলের মালিকানাধীন একটি নীল ও হলুদ রঙের TATA EX-2 পিকআপ, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৬-৯৩১৮যাহার চেসিস নং-MAT445235EZR08198, ইঞ্জিন নং-2751D105BVYS18471, মূল্য ৪,০০,০০০/- টাকা আছে। পিকআপটির চালক মোঃ মানিক (২৫) ইং ২৪/০৩/২০২৫ তারিখ রাত অনুমান ০৯.০০ ঘটিকার সময় কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড শাহীন স্কুলের সামনে রাখিয়া বাসায় যায়। পরবর্তীতে দিবাগত রাত অর্থাৎ ইং ২৫/০৩/২০২৫ তারিখ ভোর অনুমান-০৫.৩০ ঘটিকার সময় পিকআপের নিকট গিয়া দেখি যথাস্থানে পিআপটি নাই। পিকআপটি না পাইয়া ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে আমরা উক্ত পিকআপটি সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করিয়া কোথাও সন্ধান করিয়া পাই নাই।
এই ঘটনায় উক্ত মার্কেটের মালিক শাহ আলম বলেন ,পিক আপ চুরি যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এর জন্য সিসি ক্যামেরা সহ আরো পাহারাদার নিশ্চিত করব।