মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে রোববার দুপুরে মৌচাক ধোপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ব্যক্তি রেললাইনের পাশে হাঁটছিলেন।হঠাৎ করেই ট্রেন চলে আসলে তিনি রেললাইনের ওপর পড়ে যান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।