গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জ অফিসের আওতাধীন মৌচাক বিট অফিসে দুইজন কর্মকর্তা দিয়ে চলছে কার্যক্রম। একজনের তিন মাস আগে বদলি নির্দেশ হলেও তা অমান্য করে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। উর্ধতন কর্তৃপক্ষের উদাসীনতার কারনে এমনি হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা যায়, গত ২৯ মে পূর্বের বিট কর্মকর্তা মুশফিকুর রহমান মানিকের বদলি আদেশ হয়। কিন্তু তিনি তা তুয়াক্কা না করে দুই মাসেও দায়িত্ব বুঝিয়ে দেন না নতুন বিট কর্মকর্তা তমিজ উদ্দিন কে। পরে ২ আগষ্ট দায়িত্ব বুঝিয়ে দিলেও কার্যক্রম চালাচ্ছেন তিনি নিজেই। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেওয়ায় এমন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
মুশফিকুর রহমান মানিক বলেন, বিট কর্মকর্তা নতুন এসেছে, সব কাজের চাপ একা নিতে পারবেনা বলে কিছু কাজ করে দিচ্ছি।
তমিজ উদ্দিন বলেন, ওনি ২ আগষ্ট দায়িত্ব বুঝিয়ে দিলেও কাজ কর্ম করে যাচ্ছেন।
এ ব্যপারে রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, সে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে, কয়েকদিনের মধ্যে চলে যাবে।