
মাসুদ রানা, সাভার(ঢাকা) প্রতিনিধি :–আশুলিয়ার বলিভদ্র বাজারে দূরপাল্লার বাস ট্রাক থেকে কাঁচা মাল নামানোর সময় অর্তকিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসী হামলায় ১৩ জন কাঁচা মাল টানা শ্রমিক ও ভ্যান ড্রাইভার আহত হয়েছে। রবিবার রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী শ্রমিকরা জানান ৩০/৪০ জন মাস্ক পড়া ব্যাক্তি হাতে রড় চাপাতি ও দেশীয় অস্ত্রে সস্ত্রে সুসজ্জিত হয়ে তাদের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাদের কুপিয়ে পিটিয়ে জখম করে এবং নগদ ২লক্ষ ৮০ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন, দুটি মাল টানার ভ্যান গাড়ি নিয়ে যায়।
পরে আহতদের আশুলিয়ার শ্রীপুরের হালিম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা বেগতিক দেখে তাদের ধামরাই থানা স্বাস্থ্য প্রেরণ করা হয়। আহতরা হলেন শরিফ, ইমন, শফিক, ইসমাইল, আলামিন,জুয়েল, আতর আলী, নাসির, ইসমাইল, নুরু, রফিক,আইয়ুব ও লালন। আহত কাঁচামাল টানা শ্রমিকরা আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বসবাস করে।
খবর পেয়ে আশুলিয়া থানার এস আই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাসদেন ।