
মাসুদ রানা, সাভার( ঢাকা) প্রতিনিধি :–আশুলিয়ায় একাধিক মামলার গ্রেপ্তারকৃত আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেছে আসামিপক্ষের লোকজন। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হন। হামলার ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
এর আগে, শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ একটি অভিযানে ছাত্র হত্যা মামলার আসামি রাকিব ভুইয়াকে আটক করেছিল। আটক করার পর, রাকিবের ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক জলিল উদ্দিন ভূইয়া (রাজন) ও তার ভগ্নিপতি, ইয়ারপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মাদবরের লোকজন পুলিশকে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেয়।
এ হামলায় আশুলিয়া থানার এসআই মো. রবিউল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা আদালতে পাঠানো হয়েছে। হামলার সাথে সংশ্লিষ্ট অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আহত পুলিশ সদস্য এখন সুস্থ আছেন। এঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। হামলায় বিএনপি নেতা কালাম মাদবরের লোকজন জড়িত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, তিনি আমাদের সাহায্য করছেন, তবে তার লোকজন জড়িত আছে কিনা আমি নিশ্চিত নই।