বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
সাভারে গরুর ট্রাক ছিনিয়ে নিয়েছে ডাকাত দল
/ ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:২১ পূর্বাহ্ন

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি :–ঢাকার সাভারে চালক ও গরু ব্যবসায়ীদের মারধর করে একটি পিকআপ ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। এঘটনায় পিকআপের চালক ও সহযোগীকে মারধর করে ৫ টি গরুসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতরা।
বুধবার (২৩ অক্টোবর) রাতে এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পিকআপ ভ্যানের চালক খাইরুল ইসলাম।
এর আগে বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ডাকাতদের মারধরে পিকআপের চালক ও সহযোগীসহ ৪জন আহত হয়েছেন।
ডাকাতদের মারধরে আহতরা হলেন, পিকআপের চালক চাপাইনবাবগঞ্জ জেলার খাইরুল ইসলাম (৫১), হেলপার কাজল (২৪), গরু ব্যবসায়ী শহীদুল ইসলাম (৪২) ও খোরশেদ আলম (৫২)।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল মঙ্গলবার চাপাইনবাবগঞ্জ থেকে আমার নিজস্ব পিকআপ (ঢাকা মেট্রো- ন-১২-৭৩০০) চালিয়ে পাঁচটি গরু নিয়ে ব্যবসায়ী শহীদুল ও খোরশেদ আলমসহ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেই।
পরে বুধবার ভোরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে পৌঁছলে একটি পিকআপ আমাদের গরুবাহী পিকআপের গতিরোধ করে ব্যারিকেড দেয়।
এসময় ১০-১৫ জনের ডাকাত আমার হেলপার ও দুই গরু ব্যবসায়ীসহ আমাকে পিকআপ থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে নামিয়ে এলোপাতারি মারপিট করে।
পরে আমাদের চারজনেরই চোখমুখ ও হাত-পা বেঁধে আমার কাছে থাকা ৭ হাজার ও গরু ব্যবসায়ী খোরশেদের নগদ সাড়ে ১৪ হাজার টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর আমাদের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কেরানীগঞ্জ এলাকায় ফেলে রেখে ৫ লক্ষাধিক টাকার গরু এবং ২২ লাখ টাকা মূল্যের পিকআপ নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
সাভার মাডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনির বলেন, একটা গরুর গাড়ির ডাকাতির ঘটনা আছে। আমার টহল ডিউটি ছিল। বুধবার দুপুর ১২ টায় গিয়েছিলাম ঘটনাস্থলে। ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে বিপিএটিসির সামনে গতিরোধকের ওপরে এ ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page