শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয় হতে হবে মুক্তবুদ্ধি ও জ্ঞান সৃষ্টির কেন্দ্র : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
/ ৫০ Time View
Update : সোমবার, ৫ জুন, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন  বিশ্ববিদ্যালয় হতে হবে মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র এবং একই সঙ্গে জ্ঞান সৃষ্টিরও কেন্দ্র। নতুন জ্ঞান সৃষ্টি করতে হলে গবেষণার প্রয়োজন। আমরা বার বার বলছি গবেষণা করতে হবে। অনেকেই গবেষণা করছেন, কিন্তু গবেষণাকে ইনকিবিউট করা এবং উদ্ভাবনকে কমার্শিয়ালাইজেশন করা এই পুরো পথটা সম্পন্ন করা হচ্ছে না। তার ফলে গবেষণা করার যুক্তিকতা থাকছে না।’

আজ  রাজধানীর  বঙ্গবন্ধু  আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ডেভেলাপম্যান্ট অল্টারনেটিভ (ইউডা) -এর সপ্তম সমাবর্তনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো  উন্মুক্ত মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হবে। একইসঙ্গে সেখানে স্বচ্ছতা থাকতে হবে। আমি আশা করি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উন্নয়ন ও সফলতা নিশ্চিত করার স্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ সঠিকভাবে মেনে চলবেন।  শিক্ষাকে বাণিজ্যিকীকরণের কোনও ধরনের অসৎ উদ্দেশ্য পরিহার করবেন। শিক্ষা খাতের উন্নয়ন এবং অগ্রগতিতে উদার এবং মানবিক নীতি মেনে শিক্ষাকে মানব সম্পদ উন্নয়নের সহায়ক ভূমিকায় রূপ দিতে কার্যকর  ভূমিকা পালন করবেন।  আমি আশা করি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক্রিডিটেশন কাউন্সিলের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করবে এবং তাদের প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি ডিগ্রি, এক্রিডেট করাবার ক্ষেত্রে উদ্যোগী হবেন।’

শিক্ষামন্ত্রী   বলেন,  যেকোনো বিশ্ববিদ্যালয়ে কিছু বিষয় অবশ্য পাঠ্য হওয়া উচিত। ভাষা-সহিত্য, দর্শন এসব বিষয় একেবারেই উপেক্ষিত থাকে। ’

 

টেকনিক্যাল এডুকেশনে আরও বেশি জোর দিতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী ।’

শিক্ষায় রুপান্তর জরুরি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রি-প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোকেও বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদেরকে রুপান্তরিত করতে হবে। এখানে মাইন্ডসেটের পরিবর্তন প্রয়োজন, সেটি অ্যাকাডেমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য, অভিভাবকদের ক্ষেত্রে প্রযোজ্য, শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন অর্থের অভাবে যেন কেউ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ইউডা সেভাবেই কাজ করছে। আমি তাদের শুভকামনা জানাই।

এবছর সমাবর্তনে মোট স্নাতক সনদ নিয়েছেন ১৪৫৪ জন, স্নাতকোত্তর ৪৭২ জন। তাদের মধ্যে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ২জন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ১৩ জন এবং ডিন অ্যাওয়ার্ড ১৯ জন।

সমাবর্তন বক্তা ছিলেন কার্টুনিস্ট রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইউনিভার্সিটি অব অল্টারনেটিভ এর উপ-উপাচার্য রওনক জাহান এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page