সাইদুল ইসলাম, রংপুর :
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় কাউনিয়া উপজেলায় ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭ দিনের প্রশিক্ষণ সোমবার সকালে শুরু হয়েছে।
সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১ টি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ,কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা সরকার প্রমুখ।
বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি, স্বাস্থ্য ও সুরক্ষা, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম সহ ১১ টি বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এ প্রশিক্ষণ ১৮,১৯,২০,২১,২২,২৬ ও ২৭ তারিখ পর্যন্ত ৭দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।