সুদর্শন চক্রবর্তী, ফরিদপুর:
সংসদীয় আসন ফরিদপুর-৪, সদরপুরের সাথে কৃষ্ণপুর ইউনিয়ন একিভূত হওয়ায় শুক্রবার ফরিদপুরের সদরপুর উপজেলায় ৬নং কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রাণ রায় চৌধুরী (পিরু ঠাকুর) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই ঐতিহাসিক মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এখানে বক্তব্য রাখেন। কৃষ্ণপুর ইউনিয়নের ভোট যেই দিকে যাবে সেই দিকে বিজয়ী হবে। নৌকার পক্ষে ভোট দিলে শেখ হাসিনা পাবে; কিন্তু নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকে ভোট দিলে শেখ হাসিনা পাবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
এ ছাড়া তিনি বলেন, দেশে অনেক ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা চায় পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে কিন্তু সেটা কখনও সম্ভব হবে না। আমরা নৌকার লোক আমরা ঐ ষড়যন্ত্রের ভয় পাই না। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর তিনবার বিজয়ী হয়ে হ্যাটট্রিক করেছে। আজ আমরা পদ্মা সেতুর ফলে ঢাকা থেকে ২ ঘন্টার ভিতরে যেকোন এলাকায় পৌঁছাতে পারি।
এবার আপনারা যদি শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করতে পারেন তাহলে এলাকার গরিব মানুষদের কর্মসংস্থানের জন্য আপ্রাণ চেষ্টা করবো। আগামী ১০ অক্টোবর বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় প্রকল্প রেল-যোগাযোগ ঢাকা থেকে ছেড়ে ভাংগায় পৌঁছাবে। এছাড়া ঐদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরের ভাংগার ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আসবেন। কৃষ্ণপুর ইউনিয়নের ৯ টা ওয়ার্ডের মানুষের কি কি অসুবিধা আছে সেগুলো নিয়ে অনতিবিলম্বে সকলকে কাজ শুরু দিতে হবে। কৃষ্ণপুর ইউনিয়ন একটি নৌকার দুর্গ। বাস্তবে এটাকে নৌকার দুর্গ হিসেবে পরিনিত করতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জী, সহ-সভাপতি মাইনুদ্দিন আহম্মেদ মানু, সহ-সভাপতি কে এম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ জামাল হোসেন মিয়া, সদরপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফকির আঃ সাত্তার, যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ করিম, আবু আলম রেজা, রুহুল মুরসালিন রিপন প্রমুখ।