শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ঢাকা ১৭ আসনের এলাকার সকলের মানুষের উন্নয়নের কাজ করতে চান অশোক ধর
/ ৭৮ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৬:৪৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক বলেছেন,ঢাকা-১৭ আসনের এলাকার সকলের মানুষের উন্নয়নের কাজ করতে চাই।

রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানার ১৫, ১৮, ১৯, ২০ ও ৯৫ নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।

এটি দেশের ভিআইপি আসন হিসেবে খ্যাত। এখানে কূটনৈতিক এলাকা এবং সেনানিবাসের অবস্থান হওয়ায় আসনটি রাজনীতিবিদদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে নমিনেশন পত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক ধর এর পর আলাপকালে একথা বলেন।

গনতন্ত্রী পার্টির এই নেতা বলেন,ঢাকা-১৭ আসনের এলাকার জনগণের উন্নয়নের কাজ করতে চাই। এই এলাকার সকল মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ঢাকার ১৭ আসনের উপনির্বাচনে জয়লাভ করতে না পারলেও এই এলাকার মানুষের পাশে থাকবে।

অশোক ধর বলেন, আপনারা যাকে সৎ ও যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। ঢাকার-১৭ আসনের সকল সম্মানিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।পাশাপাশি ঢাকার-১৭ আসনের সকল সম্মানিত ভোটারদের ধন্যবাদ জানাচ্ছি।

অশোক ধর বলেন,দেশের সুনাম অর্জনের গনতন্ত্রী পার্টির মার্কা কবুতর মার্কা নিয়ে দাঁড়িয়েছেন।গনতন্ত্রী পার্টি মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে কাজ করছেন।

গণতান্ত্রিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অশোক ধর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উন্নয়ন কাজ করে যাচ্ছেন‌। এ দেশের ১৮ কোটি মানুষের জন্য করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের জন্য কি করে নাই, এ দেশে মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন তিনি হলেন শেখ মুজিবুর রহমান।

এক নজরে অশোক ধরের রাজনৈতিক জীবন:

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন , জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতা, সৎ, নিষ্ঠাবান, গরীবের সেবক, দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতি বাদী কন্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম এখনো অব্যাহত রেখেছেন। এযুগের একজন প্রতিবাদী নেতা।

রাজনীতির পাশাপাশি অশোক ধর ব্যবসায়িক ও সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। এছাড়াও সমাজসেবী হিসেবেও তার নাম রয়েছে এলাকাজুড়ে। স্বদেশ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অশোক ধর।

উল্লেখ্য,১৪ জুন ২০২৩ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে নমিনেশন পত্র জমা দিয়েছেন , গনতন্ত্রী পার্টির প্রার্থী অশোক ধর। সকাল ১১ টা ৩০ মিনিটে গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা শাহাদাত হোসেনের নেতৃত্বে কবুতর মার্কা প্রতীকে আগার গা নির্বাচন কমিশনের অধীনে ১৭ আসনের উপনির্বাচনের নমিনেশন জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কানন আরা, সন্পাদক মন্ডলীর সদস্য কে জি মহিউদ্দিন বাদল,নগর কমিটির সভাপতি এডভোকেট আব্দুল গনি, সাধারণত সন্পাদক মিনহাজ উদ্দিন সেলিম সহ বিভিন্ন শাখা প্রশাখার নেত্রীবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page