শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...dd
আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না: কাদের সিদ্দিকী
/ ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ৪:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ‘মানুষের কল্যাণ, মানুষের নিরাপত্তা, মানুষের সম্মান ছাড়া আমার আর কোনো প্রত্যাশা নেই। আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না, তেমনই আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি: বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৩’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘কিন্তু তারা (শেখ হাসিনা ও খালেদা জিয়া) যখন ভুল করেন, অন্যায় করেন, তাদের দিয়ে যখন কোনো ভুল সংঘটিত হয়, তখন আহত হই, ব্যথিত হই।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে যে বাঙালি ‘জয় বাংলা’ ছাড়া কোনো স্লোগান দেয়নি সেই বাঙালির দেশ বাংলাদেশের মেরুদণ্ড আজ কোথায় নেমে গেছে। একথা বললে শেখ হাসিনা কি রাগান্বিত হবেন? আপনি (প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে) যদি রাগান্বিতও হন, আমার মতো এরকম মুখপোড়া না থাকলে আপনিতো ধ্বংস হয়ে যাবেন।’

বঙ্গবীর আরও বলেন, ‘আমি আজ চিন্তিত এ কারণে যে, এ সরকার চলে গেলে বিএনপি ক্ষমতায় এলেই বঙ্গবন্ধু সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তালা লাগানো হবে। যারা ওখানে আছে তাদের ঘাড় ধরে বের করে দেওয়া হবে। তারেক রহমান ক্ষমতায় এলে পাঁচ লাখ লোক একদিনে মারা যাবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, অনাগত এ ভবিষ্যত থেকে দেশকে ফেরানোর জন্য আপনি কি কোনো চেষ্টা করেছেন? সবার মৃত্যু আছে। আপনার দলকে বাঁচানোর জন্য আপনি কোনো চেষ্টা করে যাবেন না?

আলোচনা সভায় অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page