
আবদুল আজিজ মুন্না স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী মেহের আলী’কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে, র্যাব-৭, চট্টগ্রাম।*
১। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার চকরিয়া থানার মামলা নং-১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৪ইং, ধারাঃ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) মামলার এজাহারনামীয় পলাতক আসামী মেহের আলী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ০৮৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মেহের আলী (৫০),পিতা- মৃত দিশা মিয়া, সাং- জালিয়াখালী, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলার এজানামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, সে পেকুয়া উপজেলা কৃষকলীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম প্রকাশ বাইট্টা জাফরের অন্যতম সহযোগী। উল্লেখ্য যে, ডিসিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মেহের আলী এর বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়।
২। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।