
এবারের বইমেলায় #রক্তের দেয়ালে কাব্যস্মৃতির রাত’ তুমুল আলোড়ন সৃষ্টি করবে। সবার থেকে আলাদা এই বইয়ের লেখা! প্রি-অর্ডার করুন এখনই। এছাড়াও ১০ তারিখ থেকে বইটি বইমেলায় পাওয়া যাবে।সোহরাওয়ার্দী উদ্যান,৬৬৯ নং স্টলে।
এই কাব্যগ্রন্থে বাস্তব জীবনদর্শন,মোটিভেশান,
প্রেম-ভালোবাসা,বিরহ-ব্যথা,দ্রোহ,ইতিহাস বিভিন্ন বিষয়ের আলোকে গবেষণামূলক অসাধারণ সব কবিতা রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস কাব্যপ্রেমীদের কাব্যরস আস্বাদনে ‘রক্তের দেয়ালে কাব্যস্মৃতির রাত’ কাব্যগ্রন্থটি ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে এবং পাঠকদের আশাহত করবে না।
কবিতার শহরে অভাব, দুঃখ, দুর্দশা, ক্লেদ আর ক্ষুধার্তের মিছিল! সেখানে কবি নির্লজ্জ, আপন স্বভাবে লিখে যান ব্যথা, বেদনা আর না পাওয়ার গল্প।যারা এখনো হতাশ তাদের উদ্দেশ্যে বলছি-
“ সরল সতেজ নিঃশ্বাসে
চায়ের কড়া ধোঁয়ার ঘ্রাণে
পাউরুটি ডুবিয়ে ভুলে যাই
এক বিষাদ পৃথিবী বলে কিছু নেই।”
“কষ্টের ছুটি কবে? সুখেরা জিজ্ঞাসা করে।”
“সাহিত্যেকদের জীবনে কষ্ট না এলে নাকি লেখারা স্বার্থকতা পায় না” বিষয়টা কি সত্য?
কথাটা কতটুকু সত্য বা মিথ্যা তা, আমার প্রিয় পাঠকদের কাছে প্রশ্ন রইলো?