সোনা চোরাচালানে অভিযুক্ত হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের বোয়িং ৭৭৭-ইআর এয়ারক্রাফটি জব্দ করেছে শুল্ক বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে আতিয়া সামিয়া নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ৩০০ গ্রাম সোনার বার উদ্ধার করে। আর চোরাচালানের দায়ে এয়ারক্রাফটিও অভিযুক্ত। এ কারণে কাস্টম আইনে এয়ারক্রাফটটি আটক করে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া সোনার দাম প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। আর এয়ারক্রাফটির আনুমানিক মূল্য ১ হাজার কোটি টাকা। সবমিলে আটককৃত ১ হাজার ২ কোটি ৬০ লাখ টাকার বিষয়ে ন্যায় নির্ণয়ের জন্য চট্রগ্রাম কাস্টম হাউসের কমিশনার বরাবর চিঠি দিয়েছে শুল্ক গোয়েন্দা।