রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
স্বরূপে ফিরছে রাজধানী
Update : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৭:০৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষ, গত সোমবার থেকে অফিস-আদালতসহ সবকিছুই খুলে গেছে। নাড়ির টানে গ্রামে ফেরা মানুষগুলো আবার রুটি-রুজির তাগিদে ফিরে এসেছেন যান্ত্রিক নগরী ঢাকাতে। মানুষের পাশাপাশি ঢাকার রাস্তাগুলোতে বেড়েছে পরিবহনের সংখ্যা। কোথাও কোথাও যানজটেও পড়তে হচ্ছে নগরবাসীদের। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা।

সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ফিরতি যাত্রীদের চাপ দেখা গেছে।

এ বিষয়ে অনেক যাত্রী জানান, ভিড় ও ঝামেলা এড়িয়ে একটু আরামদায়কভাবে যাতায়াতের জন্যই দেরিতে ফেরা। সপ্তাহের শেষ দিনের কর্মদিবস ধরতে সকালে ফেরা।

গতকাল ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায় কমলাপুর রেলস্টেশনে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেন নির্ধারিত সময়ে এসে পৌঁছায় প্ল্যাটফর্মে।

সংশ্লিষ্টরা জানান, গতকাল অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে। কমলাপুর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন পারাবত এক্সপ্রেস যথাসময়ে সিলেটের উদ্দেশ্য প্ল্যাটফর্ম ছেড়েছে ৬টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন উত্তরবঙ্গের নীল সাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে যথাসময়ে ছেড়ে যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, ‘এখনো ট্রেনে ঢাকা ছাড়ছেন অনেকে। কয়েকটা ট্রেন ২০-৩০ মিনিট দেরিতে ছাড়লেও অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে। সেই সঙ্গে ঠিক সময়ের মধ্যে কমলাপুর স্টেশনে আসছে।

এদিকে সড়ক পথেও রাজধানীতে ফিরছেন অসংখ্য মানুষ। ঢাকার প্রতিটি প্রবেশ পথেই দূরপাল্লার ফিরতি গাড়ির চাপ দেখা গেছে। যার ফলে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সকালে গাড়ির চাপ ছিল। তবে দুপুরের দিকে কিছুটা কম থাকলেও বিকেলে সেই চাপ আবারও বাড়তে থাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page