নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বিএনপির গণসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি কোনো নাশকতা হয়, সেটা সরকার করবে। এর দায়ও সরকারকেই বহন করতে হবে বলে জানান তিনি।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
সমাবেশের স্থান প্রসঙ্গে ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যান ও ইজতেমা ময়দানে সমাবেশ করবে না বিএনপি। এ দুটি স্থান বাদে নয়াপল্টনের বিকল্প হিসেবে সরকারের তরফে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব এলে বিবেচনা করবে দলটি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট ও ব্যারিকেড বসানো, জঙ্গি দমনে বিশেষ অভিযান এবং নেতা কর্মীদের গ্রেপ্তারে তীব্র নিন্দা জানান ফখরুল। খালেদা জিয়ার বাসার সামনের চেক পোস্ট ও ব্যারিকেড তুলে নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবি জানান বিএনপির এ নেতা।
গত ৩০ নভেম্বর থেকে এ পর্যন্ত বিএনপির ১ হাজার ৩১ জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপির নেতা কর্মীদের ফাঁদে ফেলতে সরকার নানা উসকানি দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো ফাঁদে পা না দিলেও তাদের ওপর নির্যাতন করা হচ্ছে।