রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ষড়যন্ত্র রুখতে যুব ও তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে:ডেপুটি স্পীকার 
/ ৩২ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুবক ও তরুণ প্রজন্ম ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সকল আন্দোলনে অংশগ্রহণ করে। অধিকার প্রতিষ্ঠার সকল সংগ্রামে বঙ্গবন্ধু যুবক ও তরুণ শ্রেণির প্রতি নির্ভর করতেন। বর্তমান সময়ে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব ও তরুণদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।

আজ (বুধবার) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট “আমার জীবন, আমার স্বপ্ন” প্রতিপাদ্যে আয়োজিত ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় ডেপুটি স্পীকার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শিশু ও যুব সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশ যখন সগৌরবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল তখন স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে ইতিহাসের ঘৃণ্যতম মানবাধিকার লঙ্ঘন করেছিল। সেখান থেকে আন্দোলন ও নেতৃত্বের মধ্য দিয়ে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের বর্তমান কাঠামোতে নিয়ে আসেন।

মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের দর্শন হচ্ছে ‘কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়’। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে শিশু, যুবক ও তরুণদের বিষয়ে সরকার যুববান্ধব পরিকল্পনা গ্রহণ করছে। তরুণদের আগামীর বাংলাদেশের কাণ্ডারী হিসেবে তৈরি করতে হবে।

অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্টল পরিদর্শন ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে ৫ মিনিটের একটি একটি ডকুমেন্টারি দেখানো হয়।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের হেড অব কো-অপারেশন জো গোডিংস এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রিটা হুকায়েম বক্তব্য রাখেন। দেবাশিষ আর সরকার এবং নিশাত বিনতে রায়হানের সঞ্চালনায় জাতীয় পরিচালক সুরেশ বার্টলেটসহ অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page