ভারত যেমন হুংকার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুংকার দিতে প্রস্তুত। আমরা কোনো পরিস্থিতিতেই সীমান্ত রক্ষায় পিছপা হবো না। এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই। তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গেও যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই।
বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে সরকার সজাগ আছে জানিয়ে তিনি বলেন, সেন্টমার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।
তিনি আরও বলেন বলেন, সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় জড়িত। যা তদন্তাধীন রয়েছে।