সিনিয়র রিপোর্টার,ঢাকা: মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি আজ বুধবার ঢাকার তেজগাঁওস্থ প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) এ ই-ডিপি (ইলেকট্রনিক ডিফেন্স
প্রকিউরমেন্ট) সিস্টেম প্রস্তুতকরণের উদ্বোধন করেছেন।
উল্লেখ্য ,বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অন্যতম সফল উদ্যোক্তা হচ্ছে সরকারি ক্রয় কার্যক্রমকে ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট তথা ই-ডিপি এর মাধ্যমে সম্পন্ন করা। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২১ তারিখে প্রতিরক্ষা ক্রয় কার্যক্রম স্বয়ংক্রিয় করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী ইলেকট্রনিক্স ডিফেন্স প্রকিউরমেন্ট তথা ই-ডিপি প্রণয়ন করার জন্য একটি প্রকল্পের অনুমোদন প্রদান করেছেন।
প্রকল্পটি প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম এসপিপি,এনডিইউ,এএফডবিন উসি, পিএসসি,জি এর সার্বিক নির্দেশনা এবং প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নুরুজ্জামান চৌধুরী এর তত্ত্বাবধানে চলমান রয়েছে।
প্রস্তাবিত ই-ডিপি সিস্টেমে প্রতিরক্ষা করার সাথে সংশ্লিষ্ট ৩৯ টি স্টেকহোল্ডার, দেশি-বিদেশি ২০০০ সরকারি ব্যাংকসমূহ অন্তর্ভুক্ত থাকবে।
উক্ত প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সার্বিকভাবে দায়িত্ব পালন করছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অন্যান্যের মাঝে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, স্টেকহোল্ডার, সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকসমূহের প্রতিনিধিগণ ।