বিশেষ প্রতিনিধি:
ঢাকা শহরে পাখির সংখ্যা কমে গেছে। কারণ পাখিদের খাওয়ার মতো ফল গাছের অভাব রয়েছে। এ সমস্যা সমাধানের জন্য ২ হাজার রসটফ গাছ লাগানো হবে। এসব গাছের ফল পাখিরা বেশি পছন্দ করে থাকে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার বিকালে রাজধানী ঢাকার বনানীর হোটেল শেরাটনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে এইচএসবিসি’র সহযোগিতায় “টুগেদার ফর ক্লাইমেট” শীর্ষক জলবায়ু-বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, মৌমাছি নেই। পাখি নেই। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছায়ার জন্য ছাতিমগাছ, কাঠবাদাম গাছ লাগানো হবে। আর পাখিদের আনাগোনার পরিমাণ বাড়াতে রসটফ গাছ লাগানো হবে।
মাহবুব উর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নদী অঞ্চলের কৃষকরা তাদের সবকিছু হারিয়ে ফেলে। এসব কৃষকদের ফসল বাঁচানো ও উৎপাদিত ফসলের বীজ সংরক্ষণের উদ্দেশ্যে ক্লাইমেট এডাবটেশন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
২০২২ সাল থেকে ব্র্যাকের সঙ্গে মিলে এক ফসলি কৃষি জমিতে কীভাবে ফসল বাড়ানো যায় তা নিয়ে কাজ করা চলছে। এজন্য জামালপুরের দেওয়ানগঞ্জে শস্যগুদাম তৈরি করা হয়েছে। এসব গুদামগুলো সৌরশক্তিতে পরিচালিত হয়। এখানে সফল হলে দেশের অন্যান্য স্থানে তা ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, জলবায়ুতে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে চিন্তা করতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে।
ফিলিপ ফেলোওয়েজ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো থেকে বাঁচতে হলে প্রকৃতিনির্ভর কর্মসূচি নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ের, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বেঙ্গল গ্লাসের সিইও আমিন সালেহ, এইচএসবিসি ব্যাংকের এশিয়া প্যাসিফিকের চিফ অব স্টাফ ফিলিপ ফেলোওয়েজ, ব্যাংকটির বাংলাদেশস্থ সিইও মাহবুব উর রহমান প্রমুখ।