অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে
নিজস্ব প্রতিবেদক:
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা সংখ্যা আরও বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নতুন কতজন উপদেষ্টা হবেন, সেটা তিনি জানাননি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও আগামীকাল (শুক্রবার) আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন। এ সংখ্যা হতে পারে ৫ জন। তবে তাদের নামপরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন উপদেষ্টারা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page