রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
হরতালের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা-ডিএমপি কমিশনার হাবিব
/ ৫৪ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ন

হরতালের নামে অনেকেই নৈরাজ্য করে থাকে উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, যারা হরতালের নামে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, হরতাল একটি গণতান্ত্রিক অধিকার।

আবার হরতাল না মানাও একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু অনেক দল আছে, যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে থাকে।

২৯ অক্টোবর রাজনৈতিক দল হরতাল ডেকেছে। যদি হরতালের নামে কেউ সাধারণ মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি লিখিত দিয়েছে এবং আমরা শর্ত দিয়েছি। সেই শর্ত মেনে নিয়েই তারা সমাবেশ করতে এসেছে। অন্যান্য দলগুলোকেও আমরা চেষ্টা করেছি নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সিসি ক্যামেরা বসিয়েছি, পুলিশি নিরাপত্তা রেখেছি। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের নিরাপত্তা দিতে, যাতে তাদের সমাবেশ সুন্দরভাবে করতে পারে।’

জামায়াত অনুমতি ছাড়াই সমাবেশ করায় তাদের সঙ্গে কোনো আপস হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, কখনোই না। আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে প্রায় ১৪টি দল। সবাইকে কিন্তু আমরা অনুমতি দিয়েছি। আমরা আশা করেছিলাম সবাই শান্তিপূর্ণ অবস্থায় তাদের সমাবেশ করবে।

কাকরাইলে পুলিশের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাকরাইল মসজিদের সামনে পুলিশের যেই নিরাপত্তা ব্যবস্থা ছিল আমরা দীর্ঘদিন ধরে সেখানে সেই রকমই ব্যবস্থা রাখি। এখানে অতিরিক্ত ব্যবস্থার প্রয়োজন ছিল না। যতটুকু প্রয়োজন ছিল আমরা ততটুকু রেখেছিলাম। পরে কিন্তু পুলিশের অনেক ফোর্স ছিল।’

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে করা প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘সাংবাদিকরা আমাদের বন্ধু, সাংবাদিকরা জনগণের বন্ধু। এ ঘটনাটি যেহেতু ব্যস্ততার কারণে আমার নজরে এখনো আসেনি, যদি সেই ধরনের কোনো ব্যবস্থা হয়ে থাকে তাহলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ফলে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page