শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন; কেউ আইনশৃঙ্খলা অবনতি করার সুযোগ নিলে কঠোর ব্যবস্থা:আইজিপি
/ ৪৬ Time View
Update : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪, ৯:০৬ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনী কেন্দ্রে তাদের দায়িত্ব পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে একটি চমৎকার নির্বাচন উপহার দেয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য কেউ যদি কোন সুযোগ নেয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার সকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ব্রিফিং পরবর্তী মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী একটি ১৫০ বছরের পুরনো প্রতিষ্ঠান। তারা এদেশের মানুষকে সেবা দিয়ে গর্ববোধ করে। এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবত সফলতার সাথে এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্বটি যথাযথভাবে পেশাদারিত্বের সাথে পালন করে আসছে।

তিনি বলেন, সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে তাদের নির্বাচনী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ব্রিফিং করা হয়েছে। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের নেতৃত্বে সকলের সাথে সমন্বয় সাধিত হয়েছে এখন আমরা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুরোপুরি প্রস্তুত।

তিনি দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ জানিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন। কেউ নাশকতার চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকে যথাযথ এবং সুষ্ঠু করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। তারা নিয়মিত তথ্য দিচ্ছে। যদি কোন তথ্য পাই, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই দুস্কৃতিকারীরা যতো পরিকল্পনাই করুক, বাংলাদেশ পুলিশ সকলকে নিয়ে নির্বাচনকে সাফল্যমন্ডিত করার জন্য, সফলভাবে দায়িত্ব পালন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

আইজিপি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সকলের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় রয়েছে। আপনারা যে কোন জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায়, পুলিশ ইউনিট অথবা ৯৯৯-এ যোগাযোগ করতে পারবেন। অপনাদের সহায়তায় আমাদের টিম দ্রুত সময়ে সেখানে পৌঁছে যাবে।

আইজিবি বলেন, একটি গ্রুপ পরিকল্পনা করেছে মানুষের মনে ভীতিসঞ্চার করার জন্য। তাদের তথ্য আমরা পেয়েছি। বাংলাদেশ পুলিশ তাদের সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে তারা জনমনে এই ধরনের ভীতির সঞ্চার করতে পারবে না। দেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতার বিরুদ্ধে পুলিশকে সহায়তা করেছে এবং তারা রুখে দাঁড়িয়েছে মোকাবেলা করার জন্য। এদেশের মানুষকে নিয়ে বাংলাদেশ পুলিশ নাশকতারকারী ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোন প্রচেষ্টাকে রুখে দিতে প্রস্তুত রয়েছে এবং তাদের সেই সক্ষমতা রয়েছে।

ভার্চুয়াল জগতে গুজব ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সাইবার ওয়ার্ল্ড ও সাইবার স্পেসে আমাদের বিভিন্ন ইনটেলিজেন্স ইউনিটগুলো সতর্ক রয়েছে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এদেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচনের জন্য এদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। দেশবাসী দলে দলে সকল কেন্দ্রে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই অংশগ্রহণের মাধ্যমে দেখা যাবে যে হরতালকারীদের খুঁজেই পাওয়া যাবে না। সকল কেন্দ্রে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী একসাথে একটা প্লাটফর্মে এসে একত্রে কাজ করছে। এ সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম।

এর আগে রাজধানীর লালবাগের সাগুন কমিউনিটি সেন্টার, রমনার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের টিএনটি উচ্চ বিদ্যালয়, ওয়ারীর কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও কলেজ, মিরপুরের ২নং কমিউনিটি সেন্টার, গুলশান থানা কম্পাউন্ড ও উত্তরার এপিবিএন মাঠে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page