রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
সুন্দরবনে র‌্যাবের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন রোববার
/ ৬৯ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

দস্যুমুক্তের পর এবার সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষায় সুপেয় পানির ব্যবস্থা করতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন এ প্লান্ট রোববার (২৬ নভেম্বর) উদ্বোধন করবেন।

এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে দুবলার চর ও এর আশপাশের এলাকার মৎসজীবীসহ অন্যান্য পেশাজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যবসায়ী, পুণ্যার্থী, পর্যটক ও সাধারণ মানুষের বিশুদ্ধ এবং সুপেয় পানির সংকট দূর করা সম্ভব হবে। উন্নত মানের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে প্রতিদিন গড়ে ২৪ হাজার লিটার পানি পরিশোধন করা যাবে। পানি সংগ্রহের স্থান থেকে ১৫টি ডিস্ট্রিবিউশন পয়েন্টের মাধ্যমে প্রায় লক্ষাধিক মানুষ বিশুদ্ধ ও সুপেয় পানির সুবিধা ভোগ করবেন।

তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও নভেম্বর মাসে দুবলারচর কেন্দ্রিক হিন্দু ধর্মীয়দের রাশ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ রাশ মেলায় আগত পুণ্যার্থী ও পর্যটকদের উপস্থিতিতে ২৬ নভেম্বর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন করবেন র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব জানায়, র‌্যাব ফোর্সের লোমহর্ষক অভিযানে সুন্দরবন সম্পূর্ণরূপে দস্যুমুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার ঐতিহাসিক ঘোষণা দেন।

আত্মসমর্পণ করা জলদস্যুদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রত্যেককে নগদ এক লাখ টাকা, র‌্যাবের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি করে মোবাইল দেওয়া হয়। পরবর্তীতে দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণার তৃতীয় বর্ষপূর্তিতে আত্মসমর্পণকারীদের মাঝে ১০২টি ঘর, ৯০টি মালামালসহ মুদি দোকান, ২২৮টি গবাদি পশু, ১২টি মাছ ধরার নৌকা ও জাল, আটটি ইঞ্জিন চালিত নৌকা বিতরণ করা হয়।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page