শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে  শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার কালিয়াকৈরে ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক মানিকগঞ্জে হিন্দু সম্পত্তি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার কালিয়াকৈরে পিকআপ গাড়ি চুরির ঘটনায় থানায় অভিযোগ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে তিনটি জুটের গোডাউন পুড়ে ছাই কালিয়াকৈরে সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল   আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগ বৃদ্ধ আটক
বিজ্ঞপ্তি
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান শুদ্ধাচার পুরস্কারে মনোনীত
/ ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ৯:৩৪ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি:

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান ‘শুদ্ধাচার’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার–২০২১-২০২২ পুরস্কারের জন্য মনোনীত হন তিনি।

পুলিশ কর্মকর্তা আজাদ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, যোগ্যতা, নৈতিকতা, সততা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কৰ্তব্যনিষ্ঠা, উদ্ভাবন ও সংস্কারসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

২০১০ সালের ডিসেম্বরে আজাদ রহমান বিসিএস ২৮তম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন। পরে দেড় বছরের প্রশিক্ষণ শেষে ২০১২ সালের জুলাইয়ে পুলিশের এলিট ফোর্স র্যা ব সদরদপ্তরে যোগ দেন।

পুলিশের এই কর্মকর্তা ২০১৪ সালে বরিশাল মহানগর পুলিশের ডিবি, কোতোয়ালি জোনসহ বিভিন্ন জোনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালের ডিসেম্বরে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পান। একই সঙ্গে তাকে রাজবাড়ী সদর সার্কেলে বদলি করা হয়। সেখান থেকে ২০১৭ সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে যান। সেখানে অত্যান্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে দেশে ফিরে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। গত ২০২০ সালের জুন থেকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হিসেবে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

আজাদ রহমানের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে। তিনি বাকশপোতা হাইস্কুল থেকে এসএসসি ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যায়ল থেকে মাস্টার্স ইন পুলিশ সায়েন্সে আরেকটি ডিগ্রি নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page