ইসমাইল হোসেন,শেরপুর:
অজানা শত্রুতাই খোরশেদ আলম ও বেলায়েত হোসেন (বেলু) গংদের হাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কলেজ পড়ুয়া শিক্ষার্থী মো. রিফাত মিয়া। কেন কুপিয়ে তাকে আহত করা হয়েছে কিছুই জানেনা ঐ ভূক্তভোগী শিক্ষার্থী।
গত ২৫ ডিসেম্বর সোমবার শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দী ইউনিয়নের গোপাল নগর গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভূক্তভোগীর পিতা মো. রফিকুল ইসলাম (রফিক) বাদী হয়ে ৭ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত গংদের সাথে ভূক্তভোগীর চাচা মো. নাজিমউদ্দিন মেম্বারের বেশ কিছুদিন আগে খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। যার ফলশ্রুতিতেই গোপাল নগর প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভূক্তভোগী রওনা হলে পথিমধ্যে খোরশেদ গংরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত জামালপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত বেলায়েত হোসেন (বেলু) বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা। একটি কুচক্রী মহল আমাকে হেয় পতিপন্ন করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।