বিশেষ প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশনস) হিসেবে দায়িত্ব নিয়েছেন কর্নেল মাহাবুব আলম। তিনি কামরুল হাসানের স্থলাভিষিক্ত হলেন।
বুধবার তিনি বিদায়ী এডিজি কামরুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। বিদায়ী এডিজি কামরুল হাসান কর্নেল থেকে পদোন্নতি পেয়ে নিজ বাহিনীতে ফিরে গেছেন।
জানা গেছে, নতুন এডিজি কর্নেল মাহাবুব আলম সর্বশেষ একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন।
ইতোপূর্বে তিনি র্যাব ফোর্সেসে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এসময় তার উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে— ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ৫০০ জনকে আটক। র্যাবে সর্বশেষ গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পালনের আগে মাহাবুব আলম র্যাবের অপারেশনস উইংয়ের পরিচালক ছিলেন। এরপরই তিনি কর্নেল পদে পদোন্নতির পর নিজ বাহিনীতে ফিরে যান।
কর্মক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, পারদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন মাহাবুব আলম। র্যাবে দায়িত্ব পালনকালে তার জঙ্গিবিরোধী অভিযান ছাড়াও অন্যান্য আভিযানিক কর্মকাণ্ড প্রশংসা কুঁড়িয়েছে।
সেনাবাহিনীর ৩৪ বিএম লং কোর্সের এই কর্মকর্তা পদাতিক কোরের একজন কর্মকর্তা। র্যাবে কর্মরত অবস্থায় ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক’-বিপিএম ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’-পিপিএম পেয়েছেন। মাহাবুব আলম একসময় র্যাব-৫-এর অধিনায়ক ছিলেন।