বিশেষ প্রতিনিধি:
পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন,নির্বাচন কমিশনের নির্দেশে সন্ত্রাসী গ্রেপ্তার ও অবৈধ্য অস্ত্র উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিদেশের কম টাকায় দেশে উন্নত চিকিৎসা পাওয়া যায় জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ সকল রক্তদানের পাশাপাশি অর্গান দানে এগিয়ে আশার আহ্বান জানান।
তফসীল ঘোষণা পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনা কমিশনের নির্দেশ মত কাজ করছে জানিয়ে পুলিশের মহাপরির্দশন বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, জনগণের জানমাল রক্ষা ও সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ পুলিশ। রক্তদাতাদের উৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এসময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, করোনা ভাইরাসের সঙ্কটকালীন ৫ হাজার ১০০ ব্যাগ প্লাজমা পুলিশ ব্লাড ব্যাংক দিয়েছে। ১০ ব্যাগ রক্ত দিলে বিশেষ উপাদি পাবে রক্তদাতা।
বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।এইদিন ১হাজার ৩শ পুলিশ সদস্য আজীবন রক্তদানকারী হিসাবে নিবন্ধন করেছে। ৫শ জন রক্তদাতা রক্তদান করে তাদের আজীবন রক্তদাতা হিসাবে যাত্রা করেন।