শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
কুড়িগ্রামে আন্ত:জেলা চোর চক্রের মুলহোতা আটক
/ ৫২ Time View
Update : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ২:৫৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম উলিপুর থানায় গত ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার পর থেকে উলিপুর থানা পুলিশ উক্ত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে অনুসন্ধান চলমান রাখে। এরই প্রেক্ষিতে উলিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফুল ইসলামকে তবকপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা এলাকা হতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং উলিপুর থানা টিম কর্তৃক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরো ০৩ টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের সর্বমোট তিনজন সদস্যকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত চোরচক্র অন্যান্য জেলা থেকেও মোটরসাইকেল চুরিতে সিদ্ধহস্ত। শুধু তাই নয়, মোটরসাইকেল চুরির উক্ত হোতা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দীও প্রদান করেছেন।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানায় মোটরসাইকেল চুরি মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ ডিসেম্বর চোরাই গাড়ি উদ্ধার করা সম্ভব হয়। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page