
সিনিয়র রিপোর্টার:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি এর সাথে আজ বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (Office of the High Commissioner for Human Rights-OHCHR) এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান Rory Mungoven তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা Livia Cosenza ও Alexander James Amir El Jundi.
সাক্ষাতকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।