
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন।
মঙ্গলবারের শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. আসিফ হাসান আদালতে বলেন, ট্রাস্টের ফান্ডের টাকা আত্মসাৎ হয়নি। টাকা সুদে-আসলে অ্যাকাউন্টে রয়েছে। কোনো টাকা খরচ হয়নি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর করেন।
এ মামলায় বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও চারজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন—মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। তবে বিএনপি নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন। তিনি কোনো অপরাধ করেননি ও ক্ষমা চাননি। আইন অনুযায়ী এ মামলার মোকাবিলা চালিয়ে যাবেন।