বিশেষ প্রতিনিধি:
সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে (আজ ২১ অক্টোবর) শেষ হলো ১৭ অক্টোবর শুরু হওয়া ৫দিনব্যাপী ১৮তম জাতীয় ফার্নিচার মেলা। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার’র (ডিটিসি) ব্যবস্থাপনায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি এ মেলার আয়োজনে করে।
মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান জনাব সেলিম এইচ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব, মোঃ ইলিয়াস সরকার এবং সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল ভাইস চেয়ারম্যান ও আহবায়ক মেলা কমিটি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সেরা প্যাভিলিয়নের প্রথম পুরস্কার পায় হাতিল ফার্নিচার, দ্বিতীয় পুরস্কার পায় ডেল্টা ফার্নিসার্স এবং তৃতীয় পুরস্কার পায় ব্রাদার্স ফার্নিচার।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘এ গ্রুপের দশজন’কে মোট ৮৫ হাজার ৫০০ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। ‘বি গ্রুপের’ মোট ১০ জনকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়।
এবছর ১৮ বারের মতো এই মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়। এই মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানো। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
মেলায় হাতিল, আখতার, নাভানা, ওমেগা ফার্নিচার, পারটেক্স, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্সের মতো ফার্নিচার প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল অংশগ্রহণ করে।