শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
শেষ হলো বাংলাদেশ ডেনিম এক্সপো
/ ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

শেষ হলো দুই দিনের বাংলাদেশ ডেমিন এক্সপো। শেষ দিনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) কনভেনশন হলের মেলা প্রাঙ্গণ দেশি-বিদেশি ক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে।

‘ডেনিম উদ্ভাবনে এগিয়ে চলা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবার ঢাকায় দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে দেশ-বিদেশের ডেনিম কাপড় উৎপাদন, সরঞ্জাম, রাসায়নিক ও প্রযুক্তি পণ্যের ৯৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।

এই ডেনিম প্রদর্শনীর আয়োজক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। আয়োজকেরা জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাত হাজারের বেশি দর্শনার্থী প্রদর্শনীতে অংশ নিতে নিবন্ধন করেন।

ডেনিমের কর্মকর্তারা জানান, বৃষ্টির কারণে বুধবার (১৭ মে) সকালে দর্শনার্থীদের উপস্থিতি কম থাকলেও দুপুরের পরই ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করতে থাকেন। তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের পণ্য দেখেন। প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক আলোচনা করেন।

এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ভিয়েতনামের এক্সডিডি টেক্সটাইল। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বছরে সাত লাখ গজ ডেনিম কাপড় সরবরাহ করে।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা মোস্তাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ ডেনিম এক্সপো সারা বিশ্বের ডেনিম স্টেকহোল্ডারদের একই ছাদের নিচে একত্রিত করেছে। এই আয়োজনের অন্যতম লক্ষ্য হচ্ছে ডেনিম শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা ও টেকসই ডেনিম শিল্প গড়ে তোলা।

এদিকে ডেনিম শিল্পে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে প্রদর্শনীর পাশাপাশি ২য় ‘ডেনিম ইনোভেশন নাইট’ অনুষ্ঠিত হয়। সৃজনশীল ও টেকসই ডেনিম পোশাক প্রস্তুতে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতাকে তুলে ধরতেই অনুষ্ঠিত হয় এই বিশেষ ফ্যাশন শো ‘ডেনিম ইনোভেশন নাইট’।

বাংলাদেশ ডেনিম এক্সপো‘র ১৪তম আসরের প্রথম দিন সন্ধ্যায় অনুষ্ঠিত এ ফ্যাশন শো’র দ্বিতীয় সংস্করণটির আয়োজক দেশের বৃহত্তম জিন্স-এর প্রস্তুতকারক প্যাসিফিক জিন্স লিমিটেড। ফ্যাশন শোতে প্যাসিফিক জিন্স কর্তৃক তৈরি বিভিন্ন অভিনব ডিজাইন ও প্রযুক্তিনির্ভর টেকসই ডেনিম পণ্যসমূহ পোশাকের ব্র্যান্ড, খুচরা বিক্রেতা, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি, উন্নয়ন অংশীদার এবং সাপ্লাই-চেইন সংশ্লিষ্ট প্রতিনিধিদের সামনে প্রদর্শন করা হয়।

বাংলাদেশি ডেনিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স কর্তৃক ডেনিম উৎপাদনে তাদের গবেষণা, বৈচিত্র্যময় ডিজাইন ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনশীলতা ডেনিম ইনোভেশন নাইটে প্রায় ৫০০ জন আমন্ত্রিত অতিথির সামনে প্রদর্শন করা হয়। ফ্যাশন শোতে ডেনিম ফাইবার থেকে শুরু করে কাপড়, নকশা, উৎপাদন এবং ফিনিশিং এ বাংলাদেশের ডেনিম শিল্পের সক্ষমতা তুলে ধরা হয়।

প্যাসিফিক জিন্স লিমিটেড বাংলাদেশের বৃহত্তম প্রিমিয়াম জিন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত ডেনিম বিশ্বের প্রায় ৫০টিরও অধিক দেশে রপ্তানি হয়। পণ্যের মান উন্নয়ন এবং মূল্য সংযোজন, ডেনিম উৎপাদন সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও টেকসই শিল্প নিশ্চিতের উপর তাদের অব্যাহত প্রচেষ্টা প্যাসিফিক জিন্সকে বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন বিক্রেতাদের নিকট একটি বিশ্বস্ত ও পছন্দনীয় সরবরাহকারীতে পরিণত করেছে।

ডেনিম ইনোভেশন নাইট অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান এবং বাংলাদেশে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো।

প্যাসিফিক জিন্স এর উদ্যোগে ডেনিম ইনোভেশন নাইট এর প্রথম সংস্করণ আয়োজিত হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ডেনিম এক্সপোর ৭ম আসরে। ‘ডেনিম উদ্ভাবনে এগিয়ে চলা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ আয়োজিত ’বাংলাদেশ ডেনিম এক্সপো’এর ১৪তম সংস্করণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page