শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ফিকির সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণে কাজ করছে
/ ৮৬ Time View
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ন
মাসুদ হাসান মোল্লা রিদম:
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) আয়োজনে দুই দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩’। দেশি-বিদেশি দর্শনার্থীরা এই মেলায় এসেছে। ফিকির সদস্য ও বিভিন্ন সরকারি স্টেকহোল্ডারের পরিচালনায় ৪০টি স্টলের মাধ্যমে এক্সপোটি সাজানো হয়। ফিকির এই মেলা সকলের জন্য ওপেন থাকায় দেশি-বিদেশি দর্শনার্থীদের বেশ ভালো উপস্থিতি দেখা গেছে।
গতকাল সোমবার সরেজমিনে এই মেলা ঘুরে দেখা গেছে, কসমেটিকস, পোশাক, ইলেকট্রিক পণ্য, সিরামিকস পণ্য, জ্বালানি পণ্য, শিশুখাদ্য পণ্য, সিমেন্ট,ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং সেবাসহ মেলায় বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন বিদেশি কম্পানির পণ্য নিয়ে অংশ নেয়।

বার্জার প্রিন্ট বাংলাদেশ লিমিটেডের ট্যারিটরি ম্যানেজার (কর্পোরেট সেলস) রাবাত হোসেন সাথে আলাপকালে তিনি বলেন, ফিকির মেলায় রাজনৈতিক পরিস্থিতির কারণে উপস্থিতি কিছুটা কম। বন্ধের দিন হলে উপস্থিতি আরও ভালো হতো। তবে গতকাল খুব ভালো উপস্থিতি ছিল। বার্জারের পণ্যগুলো দেশি-বিদেশিদের সামনে তুলে ধরেছি। আমাদের পণ্য ব্যবহার করে তারা কি ধরনের সুবিধা পাবে তা তুলে ধরেছি। প্রদর্শনার্থীরা চাইলেই নিজেই রং দিয়ে কালার করাতে পারছেন।

আরএকে সিরামিক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড প্রডাক্ট ডেভেলোপমেন্ট) মো. আল সাঈদ এর সাথে আলাপকালে তিনি জানান,দেশে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানিও করা হচ্ছে আরএকে সিরামিক।আমাদের স্টলে বিভিন্ন প্রজেক্ট ও প্রতিষ্ঠানের লোকজন পণ্যগুলো দেখে যাচ্ছে। এই কারণে আমাদের পণ্যে পরিচিতি বাড়ছে। ফিকির মেলা চলাকালীন সময়ে হরতাল-অবরোধ থাকায় লোকজনের আনাগোনা কিছুটাটা কম। তবে মেলায় বিকালের দিকে উপস্থিতি বারে।

এখানে আমাদের স্টলে এসে কেউ আরএকে সিরামিকের পন্য পছন্দ করলে পছন্দ তাকে আমরা তার এলাকার ডিলারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি।আমরা এই প্রথম আরএকে সিরামিকের শোরুম ময়মনসিংহ বিভাগে চালু করেছি।আরএকে সিরামিক বাংলাদেশে ২৫ বছর ধরে কাজ করছেন।আর আরএকে সিরামিক বাংলাদেশে ও বিদেশে ৫০ বছর ধরে কাজ করছেন।

লাফার্জ হোলসিম বাংলাদেশের হেড অফ মার্কেটিং সৈ য়দ গোলাম দস্তগীর সাথে আলাপকালে তিনি বলেন,২০৪০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে লাফার্জ হোলসিম। আমাদের স্টলটি আমরা গাছপালা দিয়ে সাজিয়েছে। এখানে আমরা পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। আর এর জন্য আমাদের স্টলটি অন্যদের স্টল থেকে আলাদা ধরনের।লাফার্জ হোলসিম সিমেন্ট কম্পানির এই স্টল সকল দর্শনার্থী কে একটি করে গাছ উপহার হিসেবে দিয়েছে।

ইউনিলিভার এর ব্যান্ড অ্যাম্বাসেডর কাজী রাহাদ সাথে আলাপকালে তিনি বলেন, ফিকির এই মেলায় ইউনিলিভারের পন্যের ভালো সারা পাচ্ছি।ফিকির এই মেলায় আমাদের পণ্য প্রদর্শনের ফলে বিদেশিদের কাছে প্রচুর প্রচার হবে। আমাদের স্টলটি বিদেশিরা পণ্যগুলো ঘুরে ঘুরে দেখছেন।যাহার ফলে পণ্যের গুণমান সম্পর্কে জেনে যাচ্ছেন বিদেশিরা।

ফরেন ইনভেস্টরস চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) জানায়,বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ চেম্বার ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ১৯৬৩ সালে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। একটি শীর্ষস্থানীয় চেম্বার হিসাবে ফিকি বাংলাদেশের ২১টিরও বেশি খাতে বিশ্বের ৩৫টি দেশজুড়ে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করে। ছয় দশকের এই অনন্য যাত্রায় চেম্বারের ২০০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান সরকারের অভ্যন্তরীণ প্রায় ৩০% রাজস্ব আয়ে অবদান রাখছে এবং বাংলাদেশে ৯০% এর বেশি অভ্যন্তরীণ এফডিআই-এর প্রতিনিধিত্ব করছে। ফিকি-এর সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরণে কাজ করছে এবং সামাজিক কল্যাণে অবদান রাখে দেশের উন্নয়নে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page