শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন [gtranslate]
Headline
Wellcome to our website...dd
জেসিআই বাংলাদেশ টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার-২০২৩ অনুষ্ঠিত হলো 
/ ৮৩ Time View
Update : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:

স্থিতিশীল উন্নয়নের লক্ষে কাজ করে যাওয়া বাংলাদেশের অন্যতম জাতীয় যুব সংগঠন জেসিআই বাংলাদেশ ১৩ অক্টোবর, শুক্রবার আয়োজন করলো তাদের অনন্য সম্মাননা অনুষ্ঠান টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ)পুরস্কার ২০২৩।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অনুর্ধ্ব ৪০ বছর বয়সী ১০ জন তরুণ-তরুণীদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ১০০ টি দেশে এই টয়োপ পুরস্কার আয়োজন করে থাকে। নেতৃত্ব গঠনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই জেসিআই-এর মিশন। সেই মিশনের সাথে সামঞ্জস্য রেখে জেসিআই বাংলাদেশও প্রতি বছর টয়োগ পুরস্কার আয়োজন করে থাকে।

এ বছর একই উদ্দেশ্য নিয়ে টয়োপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকায়, যেথানে বাংলাদেশের ১০ জন তরুণ-তরুণীকে এ বছর নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য এক অনবদ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে। এ বছরের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আছেন চিকিৎসা উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য ডাঃ সায়েদুল আশরাফ কুশল, উদ্যোক্তা ক্ষেত্রে অর্জনে ফারনাজ আলম, ব্যক্তিগত অর্জনে ইশতিয়াক আহমেদ,একাডেমিক নেতৃত্বে মাহমুদুল হাসান সোহাগ, খেলাধুলায় মোঃ রোমান সানা,সাংস্কৃতিক অর্জনে মেহজাবিন চৌধুরী, উদ্যোক্তা ক্ষেত্রে অর্জনে মীর শাহরুথ ইসলাম, অর্থনীতিতে সায়মা ইসলাম,ব্যক্তিগত অর্জনে সাইফুল ইসলাম এবং প্রযুক্তি ক্ষেত্রে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মোঃ তাজুল ইসলাম টয়োপ ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার তরুণদের সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি করার জন্য ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছে উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সুবিধা চালুর ফলে এখন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় থাকা তরুণও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জীবিকা অর্জন করতে পারছে। সরকারের কাজ নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাবনার দ্বার উন্মোচন করা উল্লেখ করে মন্ত্রী বলেন, সুযোগ ও পরিবেশ সৃষ্টি করে দিলে তরুনরাই তাদের ভাগ্য নিজেরা গড়ে নিতে পারে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নেতৃত্ব গঠনের সুযোগ করে দিলে তরুণরা দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তিনি এ সময় টয়োপ ২০২৩ এ পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ১০ জন তরুণ তরুণীকে অভিনন্দন জানিয়ে বলেন, নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এ পুরস্কার অন্যান্য তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে কানাডার হাই কমিশনার লিলি নিকোলস এবং বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হ্যারিস বিন হাজী ওসমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া, টয়োপ ২০২৩ এর পরিচালক এবং জেসিআই বাংলাদেশের কোষাধ্যক্ষ ইরফান হক, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন মামুন, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি ইমরান কাদির, টয়োপ ২০২৩ এর আহ্বায়ক এবং জেসিআই বাংলাদেশ সভাপতির নির্বাহী সহকারী আব্দুল্লাহ সাদি, টয়োপ ২০২৩ এর সহ-আহ্বায়ক এবং জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি আরেফিন রাফি আহমেদ, আরিজ আফসার খান এবং মুহাম্মাদ আলতামিশ নাবিল।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ) অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের দশজন তরুণ-তরুণীদের সম্মাননা দিয়ে আসছে।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লুইসে এর সদর দফতর অবস্থিত। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৫০০০ সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page