শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
জুয়েলারি শিল্পের উন্নয়নে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: বাজুস
/ ৪৩ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৩:৪২ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার:

দেশে জুয়েলারি শিল্পের উন্নয়নে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে সরকার প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস।

আজ বসুন্ধারা শপিং সেন্টারে বাজুস কার্যালয়ে ‘ জুয়েলারি শিল্পের উন্নয়নে কারিগরি শিক্ষায় গুরুত্ব” শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান।

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, সহ-সভাপতি মোঃ রিপনুল হাসান, মাদুদুর রহমান, মো: জয়নাল আবেদীন খোকন, সমীত ঘোষ অপু, সহ-সম্পাদক- ফরিদা হোসেন, কোষাধ্যক্ষ- উত্তম বণিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পবিত্র চন্দ্র ঘোষ, মো: শামসুল হক ভূঁইয়া, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক এস এম শাহজাহান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর সদস্য বিশ^জিৎ রায় চৌধুরী প্রমুখ।

সভায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান বলনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কারিগরি শিক্ষার উপর গুরত্ব দিচ্ছেন। জুয়েলারি শিল্পের উন্নয়নে কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর জন্য বাজুস যে উদ্যোগ গ্রহণ করেছে তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।

তিনি বলেন, জুয়েলারি কারিগরি শিক্ষা ব্যবস্থা একটি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা নয়। জুয়েলারী শিক্ষা ব্যবস্থার ইকুপমেন্ট আমাদের আছে কিন্তু কোন কোর্স চালু নেই, বাজুস শুরু করলে আমরা এটাকে একটা বড় পর্যায়ে নিয়ে যেতে পারব।

সভায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, আমাদের দেশের জুয়েলারি শিল্পের সাথে জড়িত কারিগরদের কারিগরি শিক্ষা প্রয়োজন। ডিপ্লোমা কোর্স চালু করলে কারিগররা আরো শিখতে পারবে। তাই তিনি জুয়েলারি শিল্পের উন্নয়নে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদানের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

বাজুসের সহ-সভাপতি মোঃ রিপনুল হাসান বলেন দেশের অনেক কারিগর আছেন যাদের শিক্ষিত করে নিতে পারলে আরো এগিয়ে যাবে জুয়েলারি শিল্প। মাসুদুর রহমান বলেন, কারিগরি শিক্ষা নিতে পারলে জুয়েলারি শিল্পে আউটপুট আরো ভালো আসবে।

মো. জয়নাল আবেদিন খোকন বলেন, কারিগররা সঠিক মূল্যায়নের অভাবে অন্য পেশায় চলে যাচ্ছেন। এদেরকে ধরে রাখতে হলে কারিগরি শিক্ষাটা আমাদের জরুরি । সভায় সমিত ঘোষ বলেন আমাদের দেশের কারিগররা তেমন শিক্ষা পায় না। পেলে আর ভালো কাজ পাবো কারিগর থেকে ।

সমিত ঘোষ বলেন আমাদের দেশের কারিগররা তেমন শিক্ষা পায় না। পেলে আর ভালো কাজ আশা আমরা পাবো। আনোয়ার হোসেন বলেন, আমরা এখনী গার্মেস শিল্পের এখনো আমরা কোন বিকল্প তৈরি করতে পারেনি আমরা। জুয়েলারি ইনস্টিটিউট তৈরি করতে পারলে আমরা তার বিকল্প হয়ে উঠতেপারি। উত্তম বনিক বলেন, সরকারি সহযোগিতা পেলে দেশে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে জুয়েলারি শিল্প

ওই সভায় বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার, দেশীয় বাজার এবং সাধারণ ভোক্তাদের বিবেচনায় রেখে দেশীয় বাজারে সোনার দাম নির্ধারণ। বাজুস প্রেসিডেন্ট জনাব সায়েম সোবহান আনভীর স্বপ্ন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ‘‘বাজুস ইনস্টিটিউট’’ গড়ে তোলা। জুয়েলারি খাতে উদ্যোক্তা তৈরি করা। জুয়েলারি শিল্পকে শীর্ষ রপ্তানীর খাত হিসেবে তৈরি করা।

এছাড়াও বর্তমান বিশ্বে প্রায় ৩০টিরও অধিক দেশে জুয়েলারি সম্পর্কিত শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। গহনা তৈরির মৌলিক জ্ঞান । বাণিজ্য দক্ষতা বৃদ্ধি। রপ্তানি কেন্দ্রীক শিল্প ব্যবস্থা গড়ে তুলতে অগ্রবর্তী ভূমিকা রাখছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page