রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
দায়িত্ব ঠিকমতো পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে: সালমান এফ রহমান 
/ ৭৮ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ এবং টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ায় আগারগাঁও এর বিনিয়োগ ভবনস্থ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে আসেন সালমান ফজলুর রহমান এমপি। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াসহ সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

বিনিয়োগ ভবনস্থ কার্যালয়ে উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর তিনটি প্রতিনিধি দল। এসময় মধ্যম আয়ের বাংলাদেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে শিল্পক্ষেত্রের অব্যাহত উন্নতি নিশ্চিতকল্পে সরকার বদ্ধপরিকর বলে জানান সালমান ফজলুর রহমান।

এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম উপদেষ্টা সালমান ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বিকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ হতে উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি-কে সংবর্ধণা প্রদান করা হয়। সংবর্ধণা অনুষ্ঠানে বিডা’র নির্বাহী সদস্যবৃন্দসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী যেকোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের উন্নয়নের বিষয় সর্বাগ্রে বিবেচনা করেন, সেভাবেই সকল কর্মকর্তা-কর্মচারী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি আশাবাদ ব্যক্ত করেন যে সকলের পারস্পরিক ঐকান্তিক সহযোগিতা ও প্রচেষ্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়িত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page